📄 Bengal Skill Academy – Privacy Policy
Last Updated: 27 November 2025
Bengal Skill Academy (“we”, “us”, “our”) আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয়।
এই Privacy Policy-তে আমরা জানাচ্ছি—আপনার কোন তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি, এবং কীভাবে নিরাপদ রাখি।
________________________________________
1. আমরা কোন তথ্য সংগ্রহ করি
1.1 Personal Information
• নাম
• ফোন নম্বর
• ইমেইল ঠিকানা
• ঠিকানা (যদি প্রয়োজন হয়)
• বয়স / শ্রেণী / শিক্ষাগত তথ্য (যদি কোর্সে প্রয়োজন হয়)
1.2 Technical Information
• IP Address
• ব্রাউজার টাইপ
• Device Info (mobile/desktop)
• Location (approx.)
• Cookies ডেটা
1.3 Course & Activity Information
• আপনার কোর্স এনরোলমেন্ট
• ক্লাস অ্যাটেন্ডেন্স ডেটা
• Payment information (third-party gateway-এর মাধ্যমে)
আমরা payment details (কার্ড নম্বর, CVV) কখনোই স্টোর করি না—এগুলো সবসময় Razorpay/Stripe/UPI-এর মতো secure payment gateway দ্বারা হ্যান্ডেল হয়।
________________________________________
2. আমরা কীভাবে তথ্য ব্যবহার করি
আপনার তথ্য আমরা ব্যবহার করি:
• কোর্স ও ক্লাস সার্ভিস প্রোভাইড করতে
• WhatsApp/SMS/Email-এ ক্লাস আপডেট পাঠাতে
• অ্যাকাউন্ট তৈরি ও লগইন পরিচালনা করতে
• পেমেন্ট এবং ইনভয়েস প্রক্রিয়া করতে
• সার্ভিস উন্নত করতে
• Fraud/Spam প্রতিরোধ করতে
• আপনার শেখার উন্নতি করতে (AI-based personalization)
________________________________________
3. আমরা কীভাবে আপনার তথ্য সুরক্ষিত করি
• SSL Encryption ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করা
• Secure hosting & firewall
• Regular security audit
• Limited authorized access
আমরা সর্বদা চেষ্টা করি যাতে আপনার তথ্য কোনো অননুমোদিত ব্যক্তি বা সিস্টেম ব্যবহার করতে না পারে।
________________________________________
4. আপনার তথ্য আমরা কার সাথে শেয়ার করি
আমরা শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী কয়েকটি trusted third-party সার্ভিসের সাথে ডেটা শেয়ার করতে পারি:
• Payment Gateway (Razorpay/UPI)
• WhatsApp API/Email Service
• LMS / Online Class Platform
• Analytics tools (Google Analytics, Meta Pixel)
👉 আমরা কখনোই আপনার ডেটা বিক্রি করি না।
________________________________________
5. আপনার ডেটা সম্পর্কিত অধিকার
আপনার অধিকার রয়েছে:
• নিজের ডেটা দেখতে
• ভুল তথ্য ঠিক করতে
• ডেটা মুছে দিতে অনুরোধ করতে
• ভবিষ্যতে মেসেজ না পেতে opt-out করতে
আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেই এসব অনুরোধ করা যাবে।
________________________________________
6. শিশুদের ডেটা
আমাদের সার্ভিস সাধারণত 13+ বয়সের জন্য তৈরি।
কোনো নাবালক আমাদের কোর্স ব্যবহার করলে অবশ্যই অভিভাবকের অনুমতি থাকা আবশ্যক।
________________________________________
7. Third-Party Links
আমাদের ওয়েবসাইটে কোনো বাহ্যিক লিঙ্ক থাকলে, সেই সাইটগুলোর privacy এর জন্য আমরা দায়ী নই।
________________________________________
8. আমাদের Policy পরিবর্তন হলে
যদি Privacy Policy পরিবর্তন করা হয়, আমরা ওয়েবসাইটে আপডেট তারিখ সহ পোস্ট করব।
________________________________________
9. যোগাযোগ করুন
যদি Privacy বা Cookie Policy সম্পর্কে কোনো প্রশ্ন থাকে—
📧 Email: bengalskilacademy@gmail.com
📞 Phone: +919609572483
🌐 Website: www.bengalskillacademy.in